ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পুলিশ হেফাজতে থাকা ৩ শিক্ষার্থীর আইনজীবী নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের

IMG
01 August 2024, 5:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় পুলিশ হেফাজতে থাকা তিন শিক্ষার্থীর জন্য আইনজীবী নিয়োগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পুলিশ হেফাজতে থাকা ওই তিন শিক্ষার্থীই এইচএসসি পরীক্ষার্থী। তাদের আইনি সহায়তা দিতেই মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দিয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন