নোয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরাহী মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, বাসচাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com