ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হত’

IMG
07 August 2024, 12:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষের নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। আপনার জয়ের তিলক কপালে পড়ুন।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন পর্যবেক্ষণ করতে এসে এ কথা বলেন।

তিনি বলেন, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো দিন এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা ও স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত।

তিনি আরও বলেন, নিশ্চই আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে শেখ মুজিব কিছু করে নাই। সে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে।

তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এক মুহূর্তও প্যারিসে বসে থাকার মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতিও একই রকম হবে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন