ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু কারামুক্ত

IMG
07 August 2024, 12:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জেল থেকে তিনি মুক্তি পান।

দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মঞ্জু কথা বলবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুত দেশের পরিস্থিতি বদলে যায়। মুক্তি দেওয়া শুরু হয় আটক সব রাজবন্দিকে। এরই অংশ হিসেবে একে একে বিভিন্ন দলের নেতা-কর্মীরা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।

এদিকে ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাদের অনেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে গেছেন।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন