ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

IMG
07 August 2024, 5:35 PM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: দুদিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে ভারত থেকে পাথর এবং নেপালে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়।

স্থলবন্দর সূত্র জানায়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সোমবার ও মঙ্গলবার বন্ধ ছিল। বুধবার সকাল থেকে বন্দরটির আবারও সচল হয়। দুপুর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি গাড়ি ভারত ও ভুটানে যায়। এ সময় বাংলাদেশে পাথরসহ ২৭টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দুদিন পর ফের স্থলবন্দর সচল হয়েছে। পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে।



বাংলাদেশ গ্লোবাল/এফ আর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন