ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শাহজালাল বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে বিমানবাহিনী

IMG
07 August 2024, 6:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় কাজ করছে বিমানবাহিনী। আজ বুধবার ৭ আগস্ট গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অপারেশন্স এর জন্য নিরলসভাবে কাজ করছে।

এর আগে, গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার ৫ আগস্ট বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ৬ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়।

পরে গতকাল ৬ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়।


বাংলাদেশ গ্লোবাল/এফ আর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন