ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানানোর আহ্বান

IMG
08 August 2024, 5:23 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে ০১৭৬৯৬০০৬৮২ এবং ০১৭৬৯৬২০৯৫৪—এই দু'টি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে পুলিশের ইমিগ্রেশন শাখার বরাত দিয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে।

প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিবর্গ যেমন—সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল/একে

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন