ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

IMG
08 August 2024, 11:26 AM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বুধবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর শিনহুয়ার।

তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হাচানিকে গত বছরের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। এর এক বছরের মাথায় তিনি পদ হারালেন।

এদিকে প্রেসিডেন্ট সাইদ সামাজিক বিষয়কমন্ত্রী কামেল মাদ্দৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ তিউনিসিয়া। দেশটি উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের নীল নদের বদ্বীপ এবং ভূমধ্য উপকূলের মধ্যে অবস্থিত।

আঞ্চলিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আগামী নির্বাচন ঘিরে তিউনিসিয়া জটিল সময় পার করছে। জনগণের মধ্যে সরকার নিয়ে ক্ষোভ বাড়ছে। যা ইতিমধ্যে বিভিন্ন খাতে জনরোষে রূপ নিতে শুরু করেছে। বলা হচ্ছে, বিরোধী একটি শিবিরে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের অনেক অঞ্চলে পানি ও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। এ ঘটনা প্রেসিডেন্টের প্রতি জনগণের অনীহা আরও বাড়িয়ে দিতে পারে।

দেশের সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট কোনো ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেতে পারেন। যাতে প্রধানমন্ত্রীর নাম জড়িত থাকতে পারে। এ জন্য হাচানিকে বিপজ্জনক মনে করে দ্রুত পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাইদ।

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এ ঘটনা দেশের অভ্যান্তরে ছাড়াও বহির্বিশ্বে বেশ প্রভাব ফেলে। এখনও বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণ চলছে।


বাংলাদেশ গ্লোবাল/এফ আর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন