আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইয়েমেনের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৫ জন। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার কার্যক্রম। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা প্রদেশ। প্রাণহানিও বেশি হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশটিতে। বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকার ৫ শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইয়েমেনের জাতীয় আবহাওয়া বিভাগ, সারা দেশে সম্ভাব্য অব্যাহত বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা (ওসিএইচএ) জানায়, বন্যায় হোদেইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণদাতা দেশ এবং সংস্থাগুলোকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের অনুরোধও জানিয়েছে ওসিএইচএ।
বাংলাদেশ গ্লোবাল/এফ আর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com