ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে মানুষের আস্থা অর্জন করা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।
ড. ইউনূস বলেন, আমার ওপর আস্থা রাখলে বলতে চাই কারও ওপম হামলা করা যাবে না। শিক্ষার্থীদের হাত ধরে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
সহিংসতা-বিশৃঙ্খলা দেশের অগ্রগতির বড় শত্রু জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভাই-বোনকে আমাদের রক্ষা করতে হবে। সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com