নরসিংদী, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার নিরাপত্তায় টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট। আজ বৃহস্পতিবার নরসিংদীর পলাশে দায়িত্বরত কর্মকর্তা জনসাধারণের অবগতির জন্য মাইকিং করেন।
এ সময় ক্যাপ্টেন রকিব বলেন, ‘এদেশ আমাদের, এদেশের সম্পদ আমাদের। আমরা যেন কেউ নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট না করি। এ সকল সম্পদ পুনরায় আমাদেরকেই পুনঃনির্মাণ করতে হবে।’
সরকারি-বেসরকারি যেকোনো ধরনের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট নরসিংদী জেলার ছয়টি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করায় স্বস্তি ফিরে আসে।
তিনি আরো বলেন, নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, হিন্দু অধ্যুষিত এলাকা ও মন্দিরের নিরাপত্তা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অনুরোধকিত যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত ও প্রস্তুত।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com