ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য: নতুন এটর্নি জেনারেল

IMG
08 August 2024, 6:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য। এটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব তার গ্রহণের পর তিনি আজ এ মন্তব্য করেন।

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের আশা-আকাক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

এটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।

এটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন