ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ অনুষ্ঠান পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে রাত ৯টায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।
রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।
বাংলাদেশ গ্লোবাল/এফ আর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com