ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

সেনা হেফাজতে রাখা ৮ টি অস্ত্র ও ৯৫৩৭ রাউন্ড গোলাবারুদ পুলিশকে হস্তান্তর (ভিডিও)

IMG
25 August 2024, 6:15 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনে রক্ষিত অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত অস্ত্রের মধ্যে ছিল ১০৮ টি অস্ত্র, ৯৫৩৭ রাউন্ড গোলাবারুদ।

আজ রোববার বিকেলে সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে মেজর নাজমুস সাদাত সৌম্য এবং মেজর এ আর এম মেহরাব এসব অস্ত্র ও গোবাবারুদ ও যাত্রা বাড়ি থানার অন্যান্য মালামাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এর নিকট হস্তান্তর করেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসে সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

মেজর এ আর এম মেহরাব জানান, ৯ পদাতিক ডিভিশন সাভার সেনানিবাস এখন পর্যন্ত সেনা নিবাসে রক্ষিত এবং উদ্ধারকৃত একটি আর্মাড কার, ০৬ টি পিকআপ, ০১ টি অ্যাম্বুলেন্স,০২ টি মাহেন্দ্র, ৬৬০ টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭২৫৪ বিভিন্ন অস্ত্রের এ্যামোনিশন, রায়োট কন্ট্রোল সরঞ্জামাদি এবং বিপি হেলমেট সহ বিপুল পরিমান মালামাল সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা, হাইওয়ে থানা ও যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করেছে।

প্রসঙ্গত গত ৫ আগস্ট সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সকল অস্ত্র ও গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়। এছাড়া লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ বিভিন্ন সময়ে উদ্ধার করে এই ডিভিশনের বিভিন্ন ক্যাম্পে জমা হয়েছিল। এছাড়া বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য জীবন রক্ষার্থে ৫ আগস্ট নিজ নিজ অস্ত্র সহ সাভার সেনা নিবাসে আশ্রয় নেন। তাদের অস্ত্রসমূহ ইতোপূর্বে সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা, হাইওয়ে থানাকে এবং আজকে যাত্রাবাড়ী থানাকে হন্তান্তর করা হলো।





বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন