ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবালঃ যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গত শনিবার বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এছাড়াও অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রীকে নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com