ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

রাশিয়ায় ২২ আরোহীসহ নিখোঁজ হেলিকপ্টার

IMG
01 September 2024, 10:19 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবালঃ রাশিয়ায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। নিখোঁজ হেলিকপ্টারটি উদ্ধারে তল্লাশি অভিযান পরিচালনা করছে দেশটি।

শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এর বেশির ভাগ আরোহীই পর্যটক ছিলেন।

রুশ কর্মকর্তারা বলেন, উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

রাশিয়ার জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রণালয় জানায়, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি ভচকাজেতস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এলাকাটি কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সক্রিয় আগ্নেয়গিরি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ ওই এলাকা। দুর্ঘটনার সময় আগ্নেয়গিরি দেখতে যাওয়া পর্যটকদের নিয়ে ফিরছিল ওই হেলিকপ্টার।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ জানান, শনিবার সকাল ১০টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর হেলিকপ্টারের ক্রুরা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। হেলিকপ্টারে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন।

জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে জানায়, অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি।

কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটারের বেশি পূর্বে অবস্থিত। এলাকাটি পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয়। গত কয়েক বছরে সেখানে বেশ কয়েকবার বিমান দুর্ঘটনা ঘটেছে। শুধু ২০২১ সালেই দুই মাসের ব্যবধানে দুইবার দুর্ঘটনা ঘটেছিল।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন