ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের চার বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আজ সোমবার রাজধানী ঢাকায়ও হতে পারে বৃষ্টি। এমন অবস্থা আরো দু-এক দিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়।
তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আজ সোমবার খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।’
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার থেকেই ঢাকার আকাশ মেঘলা দেখা যাচ্ছে। আজও আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও পড়েছে ভাপসা গরম।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘রাজধানী ঢাকায় আজ সোমবার সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে।’
এ ছাড়া আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com