ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পাকিস্তানে ট্রফির সঙ্গে বাংলাদেশের কে কোন পুরস্কার পেলেন

IMG
03 September 2024, 7:25 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানকে তাদের মাটিতে নাস্তানাবুদ করে ২-০ তে টেস্ট সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। বলা চলে, টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও এমন দাপুটে ক্রিকেট আর খেলতে পারেনি বাংলাদেশ।

পাকিস্তানের ডেরাতে আগ্রাসী ক্রিকেটে অবদান বেশ কয়েকজন ক্রিকেটারের। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও দুই তরুণ পেসার নাহিদ রানা, হাসান মাহমুদের দারুণ পারফরম্যান্সে ম্যাচ জেতে বাংলাদেশ। তারা উল্লেখযোগ্য পারফরম্যান্স করলেও মুশফিক-সাকিব-জাকিরসহ বেশ কিছু ক্রিকেটারের অবদানও গুরুত্বপূর্ণ। সিরিজ শেষে মিলেছে সেই স্বীকৃতি।

স্ট্রাইকার অব দ্য ম্যাচ হয়েছেন জাকির হাসান। বৃষ্টির সম্ভাবনা থাকায় চতুর্থ দিন সোমবারই ম্যাচ জেতার চেষ্টা করে বাংলাদেশ। এই চেষ্টার অংশ হিসেবে জাকির আগ্রাসী ব্যাটিং করেছেন। এই ব্যাটিংয়ের কারণেই পুরস্কারটি পেয়েছেন তিনি। সঙ্গে পেয়েছেন দেড় লাখ পাকিস্তানি রুপি।

এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন তরুণ পেসার নাহিদ রানা। ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ। এর বাইরে তিনি প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলে এনার্জিটিক ব্যাটার হিসেবেও জেতেন ১ লাখ রুপি।

পাকিস্তান সিরিজে ব্যক্তিগত পুরস্কার জয়ী

স্ট্রাইকার অব দ্য ম্যাচ: জাকির হাসান
এনার্জিটিক ব্যাটার: মেহেদী হাসান মিরাজ
আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স: নাহিদ রানা
প্লেয়ার অব দ্য ম্যাচ: লিটন দাস
প্লেয়ার অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন