ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পঞ্চগড়ে নিহত ৫ পরিবারকে আর্থিক সহায়তা

IMG
04 September 2024, 2:35 PM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবালঃ ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে নিহত পঞ্চগড়ের পাঁচ জনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার প্রত্যেক নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা তুলে দেন সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব।

ছাত্র আন্দোলনে নিহত সাগর ইসলাম, সাজু ইসলাম, আবু ছায়েদ ও শাহাবুল ইসলাম শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১ লাখ টাকা করে তুলে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।

তবে নিহত সুমন ইসলামের পরিবার ঢাকায় অবস্থান করায় সেখানেই তাদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেয়া হবে বলেও জানান তারা।

এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, সহ-সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আশিকুজ্জামান ও রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় নিজের মুদি দোকানের জন্য পলিব্যাগ আনতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানহাট এলাকার আবু ছায়েদ (৪৫)। ০৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাদেরের মোড় মেলাপাড়া এলাকার শাহাবুল ইসলাম শাওন (২৮)। তিনি সেখানে কাঁচামালের দোকান করতেন।

০৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার তরুণ সাগর ইসলাম (২০)। তিনি ঢাকায় ইন্টারনেট শ্রমিক হিসেবে কাজ করতেন। ০৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার আমিনগর এলাকার সুমন ইসলাম (২১)। তিনি ঢাকায় গার্মেন্টস কর্মী ছিলেন।

একই দিনে গাজীপুরের মাওনা এলাকায় বিজিবির গুলিতে গুলিবিদ্ধ হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাড়া সর্দারপাড়া এলাকার সাজু ইসলাম (২৩)। পেশায় টেক্সটাইল মিলের কর্মী সাজু ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন