ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সালমানের নতুন সঙ্গী হচ্ছেন কাজল আগারওয়াল

IMG
13 September 2024, 2:05 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আগামী বছর ইদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ও সালমান খান অভিনীত “সিকান্দর” সিনেমাটি। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই ভাইজানের ভক্তরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটিতে সালমানের বিপরীতে রয়েছেন দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে এ সিনেমায় নির্মাতা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন। রাশমিকার পাশাপাশি ভাইজানের সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার নায়িকা কাজল আগারওয়াল।

সম্প্রতি কাজল তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন, যার উপরে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন। ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে “সিকান্দার দিন ১”। ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ-অভিনেত্রী রাশমিকাকেও ট্যাগ করেছেন।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে শুরু হয় “সিকান্দর” এর শুটিং। ছবিতে সালমান খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাহুবালি সিনেমায় কাটাপ্পা খ্যাত সত্যরাজ। রয়েছেন প্রতীক বাব্বারও। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে ভাইজান। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ছিল “টাইগার-৩”।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন