ঢাকা      মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

অস্ট্রেলিয়া সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন ইলন মাস্ক

IMG
13 September 2024, 5:12 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য ঠেকাতে নতুন আইন পাশ করছে অস্ট্রেলিয়া। তবে এই আইনের আওতায় অনলাইনে ভুল তথ্যের বিস্তার ঠেকাতে ব্যর্থ হলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জরিমানা করার বিধান রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার এমন পদক্ষেপের পর দেশটির সরকারকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাবিত আইনটিতে ভুল তথ্য ছড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে দেশটির সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর মালিক ইলন মাস্ক অস্ট্রেলিয়ার পদক্ষেপের বিষয়ে একটি পোস্টে জবাব দিয়েছেন এক শব্দে। অস্ট্রেলিয়ার পদক্ষেপের সংবাদ নিয়ে একটি পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ‘ফ্যাসিস্ট’।

অস্ট্রেলিয়া সরকারের মন্ত্রী বিল শর্টেন বলছেন, মাস্কের এ কথা বাকস্বাধীনতার ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ। যখন তার বাণিজ্যিক স্বার্থ আসে, তখন তিনি বাকস্বাধীনতার চ্যাম্পিয়ন!
জোনস বলেন, ভুল তথ্য ও মিথ্যা তথ্য নিয়ে সরকারের নতুন বিলটি ‘সার্বভৌমত্বের’ বিষয়। তবে সমালোচকরা বলছেন, অনলাইনে তথাকথিত ভুল তথ্য ছড়ানো ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করতে চায় অস্ট্রেলিয়া।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন