ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

শ্রীলঙ্কায় এবার ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

IMG
13 September 2024, 11:32 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত সময় কাটছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দলের। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ ক্রিকেট দলের বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার কলম্বোর পি. সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচেও রাবেয়া খান নেতৃত্ব দিয়েছেন সফরকারী দলকে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল এবং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে । ১.৪ ওভারে ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে তোলেন সাথী রাণী ও সোবহানা মোস্তারি। ১৩তম ওভারের শেষ বলে সাথী রাণী ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪০ বলে ৭ চারে ৫০ রান করে বিদায় নেন।

দুই ওভার পরই সাজঘরে ফেরেন সোবহানা। তিনি ৩৯ বলে ৫ চারে করেন ৩৯ রান। আগের ম্যাচে বিশ্রামে থাকা নিগার সুলতানা জ্যোতি এদিন খেলেছেন। তিনি ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেললে বড় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। মালকি মাদারা ৩ ওভারে ২৫ রানে ২ উইকেট নেয়।

পরে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের দাপটে ১৬.৪ ওভারে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ওপেনার নেথমি পূর্ণা ১৫ বলে ৩ চারে সর্বোচ্চ ১৮ রান করেন। লেগস্পিনারা রাবেয়া খান ২.৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন