ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

IMG
14 September 2024, 12:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মুগদা এলাকায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. আশিক এলাহী (২৮)। শুক্রবার দিবাগত রাত ১২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সাজেদুর রহমান বলেন, মুগদার কাজীবাড়ী এলাকায় বোতলজাত গ্যাসের ব্যবসা করতেন আশিক। ওই এলাকায় আরও কয়েকজন বোতলজাত গ্যাসের ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে জানা গেছে।

ওসি সাজেদুর রহমান আরও বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় আশিকের দোকানের বোতলজাত গ্যাস বহনকারী ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে বিরোধের জের ধরে আশিকসহ চারজনকে পিটিয়ে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

আশিকের বাবা ওমর ফারুকের অভিযোগ, ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার পরে মোটরসাইকেলের আরোহী আরাফাত, তাঁর বাবা আসাদসহ স্থানীয় ১৫ থেকে ২০ জন আশিকদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুগদা থানার ওসি জানান, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান চলছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন