ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

লাইটার জাহাজ থেকে পড়ে তরুণ নিখোঁজ

IMG
14 September 2024, 1:46 PM

মাওলা সুজন, বাংলাদেশ গ্লোবাল: নোয়াখালীর হাতিয়ায় লাইটার জাহাজ থেকে পড়ে মো. রাকিব হোসেন (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ভাসানচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিব হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। তিনি এফবি সানি-৫ নামের একটি জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিলেন।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান রাকিবের নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজের কোয়াটার মাস্টার মামুন জানান, শুক্রবার জাহাজটি চট্রগ্রাম থেকে গম নিয়ে ঢাকায় যাচ্ছিল। ভাসানচরের পূর্ব পাশে এলে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে জাহাজটি। এ সময় রাকিব জাহাজের কিনারা ঘেঁেষে হাঁটছিলো। হঠাৎ প্রচন্ড ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যায় রাকিব। পড়ার পরপরই খোঁজাখুঁজি করে রাকিবকে পাওয়া যায়নি। সাগর উত্তাল থাকায় তাঁকে ভালোভাবে খোঁজা যায়নি। পরে জাহাজ ভাসানচর চলে আসে বলে জানান কোয়াটার মাস্টার মামুন। রাকিব সাগরে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনাটি মোবাইল ফোনে জাহাজ থেকে তার পরিবারকে জানানো হয়েছে। তাঁরা দুই ভাই জাহাজে কাজ করে। অন্য ভাই জাহাজের সুকানি হিসাবে কর্মরত।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, নিখোঁজ রাকিবের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। নদী উত্তাল রয়েছে। নৌযান চলাচল একেবারে বন্ধ। এ কারণে রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন