ঢাকা      বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
শিরোনাম

আন্দোলনে হতাহতদের তালিকা যাচাই-বাছাইয়ে কমিটি

IMG
14 September 2024, 4:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা যাচাই-বাছাই করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে মাঠপর্যায়ে সরেজমিনে নিহত ব্যক্তিদের তালিকা যাচাই-বাছাইয়ে আট সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।এতে বলা হয়, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে নিহত ও আহতদের একটি খসড়া তালিকা ডেটাবেজ এমআইএস স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তবে তালিকাটি পূর্ণাঙ্গ করার জন্য মাঠপর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন।

আট সদস্যের কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি ও জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করা হয়েছে। পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সদস্য হিসেবে কমিটিতে থাকবেন।

প্রতিটি জেলার নিহত ও আহতদের তালিকা সরেজমিনে যাচাই-বাছাই, কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা ঠিক করা, ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশ করা, তালিকার বাইরে কোনও নিহত ব্যক্তি এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

আগামী ১৪ অক্টোবরের মধ্যে তালিকা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে বলা হয়েছে চিঠিতে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এ তালিকায় কেবল গণ-অভ্যুত্থানের পক্ষে নিহত ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য নির্দেশ করা হলো।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন