ঢাকা      মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জ মানববন্ধন

IMG
14 September 2024, 6:49 PM

মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ গ্লোবাল: নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার নার্সিং কর্মকর্তাবৃন্দরা হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাঃ বদরুল আলম, ডাঃ মোঃ আরিফুর রহমান, নার্সিং সুপারভাইজার আনিসুর রহমান ভূঁইয়া, নার্সিং কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অবিলম্বে পদত্যাগ চাই। একইসাথে মহাপরিচালকসহ নার্সদের সকল পদে পদায়ন চাই।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকায় বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সিং বিভাগের শিক্ষার্থীরা। তখন তিনি তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করে উল্লেখ করে তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন