ঢাকা      সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প

IMG
15 September 2024, 10:11 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের উদ্দীপনায় চাঙা কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় মধ্যপন্থী ভোটারদের লক্ষ্য করে প্রচার চালাচ্ছেন। গত শুক্রবার এক সাক্ষাৎকারে কমলা বলেন, তিনি দেশটির একজন আগ্নেয়াস্ত্রের মালিক। তিনি যুক্তিসংগত বন্দুক সুরক্ষা আইন বজায় রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্দুকের অধিকার সংরক্ষণ করতে চান।

এদিকে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে অভিবাসনবিরোধী কড়া মন্তব্য করেছেন। হাইতির অভিবাসীদের ঘিরে ষড়যন্ত্রতত্ত্ব উসকে দেওয়া নিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে থাকা ট্রাম্প বলেছেন, ওহাইও থেকে তিনি ব্যাপক হারে অভিবাসী বিদায় করবেন। ট্রাম্প দাবি করেন, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন, তাঁরা বিড়াল ধরে খাচ্ছেন। তবে ট্রাম্পের দাবি সত্য নয়।

ডেমোক্রেটিক পার্টি থেকে গত মাসে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো ডব্লিউপিভিআই টিভিকে সাক্ষাৎকার দেন কমলা। এ অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের জন্য কমলার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

কমলা বলেন, ‘আমরা কারও বন্দুক নিয়ে নিচ্ছি না। আমি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী ও যুক্তিসংগত বন্দুক সুরক্ষা আইন সমর্থন করি।’

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বন্দুকের অধিকার একটি বিতর্কিত বিষয়। ইতিমধ্যে ট্রাম্প তাঁর প্রচারে বলেছেন, কমলা হ্যারিস বন্দুক বাজেয়াপ্ত করতে চান। গত সপ্তাহের বিতর্কে কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট টিম ওয়ালজ বন্দুকের মালিক উল্লেখ করার পর অনেকেই চমকে গিয়েছিলেন।

গত শুক্রবার ১১ মিনিটের সাক্ষাৎকারে কমলা আবারও তাঁর প্রচারে একতার সুর ও দেশকে নতুন দিকে নেওয়ার কথা উল্লেখ করেন। প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, অধিকাংশ মার্কিন এমন নেতা চান, যিনি দেশকে এক সুতায় বেঁধে রাখবেন। এমন কাউকে চান না, যিনি একে অপরের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন