ঢাকা      সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

এবার পুজোর ফ্যাশনে ট্রেন্ড করবে শিফন শাড়ি

IMG
15 September 2024, 12:28 PM

লাইফস্টাইল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পূজোর আর কয়েক দিন বাকি। তাই এবার দুর্গাপুজোর ফ্যাশনে কোন কোন পোশাক ট্রেন্ড করবে, সেগুলির সন্ধান রাখছেন ফ্যাশনিস্তারা। মার্কেট ঘুরে, এক্সপার্টদের সঙ্গে কথা বলে কিছু স্টাইলিশ পোশাকের তালিকাও তৈরি করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে সুন্দর কিছু শাড়ির উল্লেখ।

দুর্গাপুজোয় গত বছরও শিফন শাড়ির রমরমা ছিল। আর এবারও থাকবে বলে মনে করছেন ফ্যাশন এক্সপার্টরা। কারণ এখন দেশি ফ্য়াশনে শিফন শাড়ির জনপ্রিয়তা তুঙ্গে। তাই পুজোর ফ্যাশনেও এটি সুপারহিট হবে বলে মনে করছেন তাঁরা।

আপনি আপনার শপিং লিস্টে লাল শিফন শাড়ি রাখতে পারেন। আপনার মতো সুন্দর বাঙালি তনয়াকে এমন শাড়ি বেশ ভালো মানাবে। তবে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও কালেকশনে রাখা চাই। সেক্ষেত্রে আইভরি চিকেনকারি ব্লাউজ থাকুক আপনার পছন্দের তালিকায়।

অন্যান্য বারের মতোই এ বারও সাদা-লাল কম্বিনেশনের পোশাকের চাহিদা থাকবে তুঙ্গে। আর সাদা-লাল শাড়ি যে কালেকশনে রাখতে চাইবেনই, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই আপনিও এখন থেকেই শপিং লিস্টে সাদা-লাল শাড়ির কথা লিখে রাখুন।

আপনি সাদা-লাল বেগমপুরি শাড়ি কিনতে পারেন। লাল-সাদা জামদানিও বাঙালি মহিলাদের খুব ভালো মানায়। এছাড়া আপনি লাল-সাদা সুতির হ্যান্ডলুম শাড়িও পরতে পারেন। তবে তার সঙ্গে মানানসই ব্লাউজ এবং জুয়েলারি পরতে ভুলবেন না।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন