ঢাকা      সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৫

IMG
15 September 2024, 1:29 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ক্যারিবিয়ান দেশ হাইতির দক্ষিণে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে ১৫ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী গ্যারি কনিল। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান তিনি। হাইতির দক্ষিণ নিপ্পস অঞ্চলের মিরাগোয়ানের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান তিনি। খবর আল জাজিরা।

পোস্টে কনিল বলেন, তিনি বিস্ফোরণের ঘটনাস্থল নিপ্পস অঞ্চলের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সেখানে নাগরিক সুরক্ষা সদস্যরা ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

এ সময় পোস্টে বিস্ফোরণটিকে একটি "ভয়াবহ দৃশ্য" বলে অভিহিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানায়, তেলের ট্যাংকারটি অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে চাকা পাংচার হয়ে যায় এবং ছিদ্র হয়ে যায়। যার ফলে লিক হওয়া জ্বালানি তেল সংগ্রহ করতে ছুটে আসেন অনেক মানুষ। সে সময়ই বিস্ফোরণটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের সময় যারা ট্যাংকারের কাছাকাছি ছিল তাঁরা খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। বিস্ফোরণে কতজন নিহত হতে পারে তা বলাও মুশকিল বলছেন তাঁরা।

আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পশ্চিমে বন্দর শহর মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিভিল প্রোটেকশনের প্রধান ইমানুয়েল পিয়েরে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গুরুতর আহতদের অন্যান্য আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

এর আগে ২০২১ সালে একটি মোটরবাইককে জায়গা দিতে গিয়ে একটি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে উত্তরের শহর ক্যাপ-হাইতিনে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন