ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন- ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানায় এক মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com