সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: বিজিবির অভিযানে সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় মহিষ এবং বাংলাদেশী ৮ হাজার কেজি সুপারি ও ৪২০ কেজি রসুন জব্দ করা হয়েছে। আজ বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টহলদল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তেরাপুর নামক স্থান অভিযান চালায়। সেখান থেকে ১৬টি ভারতীয় মহিষ এবং কুলাউরা নামক স্থান থেকে বাংলাদেশী ৮ হাজার কেজি সুপারি ও ৪২০ কেজি রসুন এবং অন্যান্য মালামাল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি উনিশ লাখ তেতাল্লিশ হাজার টাকা।
পরে আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা দেওয়া হয়। এগুলো নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে এবং অন্যান্য চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com