ঢাকা      সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

IMG
30 September 2024, 12:17 PM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার সকাল ৭টায় উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জের কুমারপুর চত্বরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুরের কোচগ্রামের ওমর আলীর ছেলে ভ্যানচালক আনোয়ার হোসেন (৫০)।

আটক কাভার্ডভ্যান চালক সিদ্দিক শহরের রামনগর মহল্লার শেখ ওসমান আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির জানান, সোমবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের মাছ হাটিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি কাভার্ডভ্যান। মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার দুর্ঘটনাস্থলেই নিহত হন। রিকশাভ্যান চালক আনোয়ার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানোর পর তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক সিদ্দিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন