ঢাকা      বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম

বাংলাদেশ-ভারত ম্যাচের নিরাপত্তায় ২,৫০০ পুলিশ মোতায়েন

IMG
05 October 2024, 6:54 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গোয়ালিয়রে আগামীকাল বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে ২৫০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। হিন্দু মহাসভাসহ কয়েকটি কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভের জেরে এমন অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। পুলিশ মোতায়েনের বিষয়টি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন। এর আগে ৬ অক্টোবরের ম্যাচটি ঘিরে গোয়ালিয়রে বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করছিল স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তা নিয়ে গোয়ালিয়র পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগ এনে ম্যাচটি বাতিলের দাবি তোলে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজনে বাধা দিতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্‌ধ্‌’-এর ডাকও দিয়েছিল।

আগামীকাল রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন