ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ডিসির মতবিনিময়ে আসলেন না ইউপি চেয়ারম্যানরা!

IMG
29 October 2024, 6:42 PM

গোলাম মওলা সুজন, বাংলাদেশ গ্লোবাল: কুড়িগ্রামের চিলমারীতে জেলা প্রশাস‌কের (ডিসি) মত বি‌নিময় সভায় আমন্ত্রণ পে‌য়েও আসেন‌নি ইউপি চেয়ারম্যানরা। উপজেলার বি‌ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় ডাকা হ‌লেও ইউপি চেয়ারম্যানগণ না আসায় জনম‌নে মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

উপ‌জেলার ছয়টি ইউনিয়‌নের চেয়ারম্যানগণ আওয়ামী লীগের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা এবং তারা নৌকা প্রতীক নি‌য়ে ভোট ক‌রে বিজয়ী হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। ‌

সূত্র জানায়, চিলমারীর চরাঞ্চল, নদী ভাঙন, কর্মসংস্থান, বাল্যবিবাহ বন্ধসহ নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতি‌নি‌ধি, সুধীজন ও সাংবাদিকদের নি‌য়ে মত বি‌নিম‌য়ের আয়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপু‌রে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অ‌তিথি ছি‌লেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নঈম উদ্দিন অনুষ্ঠান‌টির সভাপ‌তিত্ব ক‌রেন।

সভায় উপজেলা প্রশাস‌নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত থাক‌লেও ছয়টি ইউনিয়‌নের পাঁচজন চেয়ারম্যানই অনু‌পস্থিত ছি‌লেন। একমাত্র রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা উপস্থিত ছিলেন ব‌লে জানা গে‌ছে।

অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু , চিলমারী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম এবং অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন।

এ বিষয়ে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ডিসি স্যারের মতবিনিময় সভায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ ভালো না থাকায় যেতে সাহস পাইনি।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আগে দুইবার ডিসি স্যারের প্রোগ্রাম পেছানো হয়েছিল। আজকের প্রোগ্রামের বিষয়ে আজ (মঙ্গলবার) সকালে আমাকে জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি বাইরে ছিলাম তাই যেতে পারিনি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন ব‌লেন, মতবিনিময় সভার বিষয়ে সকল ইউপি চেয়ারম্যানদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়। ত‌বে তারা কে‌নো আসেনি বিষয়‌টি জানা নেই।

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব‌লেন, ফোরা‌মে কথা হ‌য়ে‌ছে চেয়ারম্যানরা না‌কি সহ‌যো‌গিতা কর‌তে‌ছেন না এমনটাই জান‌তে পে‌রে‌ছি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন