ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেয়া বিএনপি সমর্থন করে না: রিজভী

IMG
04 November 2024, 5:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন।

সোমবার (৪ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলে আগুন দেয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়ি ঘর বা কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগে সমর্থন করে না বিএনপি।

নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না; তাদেরকে হয়রানি করা বিএনপি সর্মথন করে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে।

অপরাধ করলে দলীয় নেতাকর্মীদেরও ছাড় দেয়া হবে জানিয়ে তিনি বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, যে দলেরই হোক যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন