ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

জিততে প্রয়োজন ২৭০: কমলা ২৭১, ট্রাম্প পাচ্ছেন ২৬৭!

IMG
06 November 2024, 12:46 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে পেতে হয় অন্তত ২৭০টি ভোট। এই নির্বাচনে ট্রাম্প ও কমলার মধ্যে কে জিতবেন, তা নিয়ে আসছে নানা পূর্বাভাস। এর মধ্যেই মার্কিন এক নির্বাচন বিশেষজ্ঞ দাবি করেছেন, এবারের নির্বাচনে জিততে চলেছেন কমলা হ্যারিস।

সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, মার্কিন নির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভারের অনুমান, নির্ধারিত সংখ্যার চেয়ে এক ভোট বেশি বা ২৭১ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন কমলা হ্যারিস।

আর প্রেসিডেন্ট পদে নির্বাচনে কমলার মূল প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ ইলেক্টোরাল ভোট পাবেন বলে অনুমান সিলভারের।

প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সমতা হওয়ার সম্ভাবনা ০.৩ শতাংশ। আর সেটি হলে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন।

যদিও ঘটনা সেই পর্যন্ত গড়ালে ট্রাম্প জিতে যাবেন বলে ধারণা করছেন নেট সিলভার।

এর আগে, অক্টোবরে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন এই নির্বাচন বিশেষজ্ঞ। দু’বারই ট্রাম্পকে কমলার চেয়ে এগিয়ে রেখেছিলেন তিনি।

তবে নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে প্রকাশিত নতুন পূর্বাভাসে কমলার প্রেসিডেন্ট হওয়ার পূর্বাভাস দিয়েছেন সিলভার।

এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘পোলিং গুরু’ নামে পরিচিত সিলভারের ব্যবহৃত মডেলে ৮০ হাজারের মধ্যে ৪০ হাজার ১২ ভোট বা ৫০ দশমিক ০১৫ শতাংশ জিতেছেন কমলা হ্যারিস।

উল্লেখ্য, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে ৪৯টির ফলাফলের সঠিক পূর্বাভাস দেয়ার মাধ্যমে ‘পূর্বাভাস গুরু’ বা ‘পোলিং গুরু’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন সিলভার।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন