ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

আমরা সব জায়গায় খুব ভালো করছি: ভোট দিয়ে বললেন ট্রাম্প

IMG
06 November 2024, 6:07 AM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ভোট দেন। এ সময় সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার সঙ্গে ছিলেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি 'খুব আত্মবিশ্বাসী'। তার দাবি, এমনকি তার কাছাকাছি ভোটও কেউ পাবে না।

ট্রাম্প বলেন, 'আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমি শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি।'

তিনটি প্রচারণার মধ্যে এটি ছিল 'সেরা', যোগ করেন তিনি।

দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে তিনি ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করেন। ট্রাম্প বলেন, 'তারা সব অর্থ মেশিনে ব্যয় করেছে।'


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন