ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

IMG
06 November 2024, 10:09 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পুলিশ উত্তরা চার নম্বর সেক্টরের ছয় নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।'

২০২২ সালের জুন মাসে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শমী কায়সার, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতা বেগম, সাবেক মন্ত্রী তারানা হালিম এবং আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়।

ওই বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদ বাদী হয়ে গত গত ৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন