ঢাকা      বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে : ফখরুল

IMG
07 November 2024, 12:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার গত তিন মাসে যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে, যা জনগণের প্রত্যাশিত সংস্কারের জন্য যথেষ্ট।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার অবশ্যই অনেক কাজ করেছে। জাতির চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবার সহযোগিতা পেলে সরকার উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জনগণ আশাবাদী।

তিনি আরও বলেন, বিএনপি একাধিক ষড়যন্ত্র ও নির্যাতনের মোকাবিলা করে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করলেও আল্লাহর রহমতে বিএনপি এর আগেও তৃতীয়বারের মতো তাদের এই আধিপত্যবাদী পরিকল্পনা প্রতিহত করেছে।

মির্জা ফখরুল জানান, বিএনপি কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন