ঢাকা      মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ভোটে জিতেই ওরিকে যে বার্তা দিলেন ট্রাম্প

IMG
07 November 2024, 4:17 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওরি যে যুক্তরাষ্ট্রের নাগরিক, কে তা জানত? বুধবার ডোনাল্ড ট্রাম্প জিততেই নেটদুনিয়ায় নিজের নাগরিকত্ব ফাঁস করলেন বলিউড সেলিব্রেটিদের ‘মধ্যমণি’। ডোনাল্ড ট্রাম্প জেতায় ওরির উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না!

মার্কিন নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পরই সামাজিক মাধ্যমে গুচ্ছখানেক ছবি শেয়ার করেছেন ওরি। সেখানেই দেখা গেল, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের লাইভ ভিডিও। ‘আমার প্রেসিডেন্ট’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার। পালটা বার্তাও পেলেন ট্রাম্পের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে।

কখনও ব্যালট পেপার হাতে ধরে আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি শেয়ার করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তার নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি।

প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে যে ওরির একেবারেই পছন্দ ছিল না, মঙ্গলবার সামাজিক মাধ্যমে সেটা চাঁচাছোলাভাবে জানিয়ে দিয়েছিলেন ইনফ্লুয়েন্সার। এক ইনস্টাগ্রাম পেজে কমলা হ্যারিসের ভিডিওতে বমির ইমোজি পোস্ট করেন ওরি।

কমেন্ট বক্সে লেখেন, ‘যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!’ সেখান থেকেই ফলত পরিষ্কার হয়ে যায় যে ট্রাম্পেরই সমর্থক বলিউডের ওরি।

বুধবার মার্কিন মসনদ ফের একবার ট্রাম্পের দখলে যেতেই সে কী উচ্ছ্বাস ওরহান আত্রামানির। যদিও মার্কিন প্রেসিডেন্টের তরফে কী বার্তা এসেছে, তার পুরোটা ফাঁস করেননি ওরি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন