ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

‘এখনও যারা উস্কানি দিচ্ছেন তাদের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই’

IMG
21 November 2024, 8:53 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত ১০ নভেম্বর শপথ নেওয়ার পর থেকেই ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠেছে। এ বিষয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও সমালোচনা বন্ধ করতে পারেননি বিতর্কিত এই নির্মাতা।

এসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন- নিন্দা জানানোর ভাষা আমার নেই।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেন- শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনো খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন তাদের নিন্দা জানানোর ভাষা আমার নাই।

হিটলারের সময় জন্ম হলে আপনারা নাৎসি হতেন উল্লেখ করে ফারুকী লিখেছেন, আমি জানি না শিল্পী দাবি করা একজন মানুষ কী করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাৎসি।

সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন- এরা শিল্পী নয়, এরা সেফ ভার, এদের চিহ্নিত করে গ্রেফতার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানুষিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই।

সায়েদুল হাসানের ভাষ্য- হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি। বলেন মানুষ খালি আমারে ঘৃণা করত, এখন আমার কাতারে আরও আসতেছে। আরেকজন লিখেন- তাদের ন্যূনতম সেন্স অব হিউমার নেই, এখানে এসে হা হা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়েক্ট-ই তাদের ভার্চুয়াল অস্ত্র।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন