ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

আইনজীবী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

IMG
27 November 2024, 5:10 PM

এসআই মিলন, গাইবান্ধা: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে এক আইনজীবীকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা বারের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও বারের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, এ্যাড. মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম ফকু, খন্দকার আল-আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, উগ্রবাদি হিন্দু ইসকনের হামলায় চট্রগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আওয়ামীলীগ দেশ ও দেশের বাহিরে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করা হয়। সেই সাথে দেশে থাকা হিন্দুদের আওয়ামীগের পাতানো ফাঁদে পা না দেওয়ায় আহ্বান জানানো হয়। আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন