ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

আইনজীবী হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

IMG
28 November 2024, 11:02 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

শুভ কান্তি দাশ পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা শুভ কান্তি দাশের ফেসবুক স্ট্যাটাসের পাশাপাশি মঙ্গলবারের ঘটনার সময় সেখানে উপস্থিতি নিয়ে নানা ছবি প্রশাসন বিভাগে জমা দেয়। এসব দেখিয়ে শিক্ষার্থীরা দাবি জানায় তাকে বহিষ্কার করতে হবে। একপর্যায়ে আইন বিভাগের শিক্ষার্থীরা বুধবার সব ক্লাস বর্জন করে। এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে শুভ কান্তি দাশকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বুধবার (২৭ নভেম্বর) রাতে কালবেলাকে জানান, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় আমাদের প্রতিষ্ঠানের আইন বিভাগের ছাত্র শুভ কান্তি দাশ জড়িত ছিলেন বলে আমরা অভিযোগ পেয়েছি। ওই বিভাগের শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ দিয়েছে শুভ কান্তি ঘটনার সঙ্গে জড়িত ছিল। তারা বুধবার ঘটনার প্রতিবাদে ক্লাসও বর্জন করেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করেছে। বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার বিরুদ্ধে আরও তদন্তে অভিযোগ নিশ্চিত হওয়া গেলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন