ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

সুপার ওভারে হারলো রংপুর রাইডার্স

IMG
28 November 2024, 5:15 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হার দিয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের। ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১৯ বলে ১৩ রান প্রয়োজন ছিলো রংপুরের। কিন্তু এই সহজ ম্যাচ জিততে পারলো না তারা। নির্ধারিত ২০ ওভারের স্কোর টাই করে সুপার ওভারে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের কাছে হেরেছে রংপুর।

এক কথায়—হ্যাম্পশায়াকে জয় উপহার দিয়েছে রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের ব্যাটিং ব্যর্থতায় মূল ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে টপকে গেছে হ্যাম্পশায়ার।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। ইংল্যান্ডের টি২০ ব্লাস্টের দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।

রংপুরের হয়ে বল হাতে ঝলক দেখান ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। ২৩ রানে ৫ উইকেট নেন চ্যাপেল, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর ক্যারিয়ারসেরা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং বাংলাদেশের সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করেছিল রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলরকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন সৌম্য সরকার। তবে হ্যাম্পশায়ারের দুই বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিগস ও লিয়াম ডসন পাওয়ারপ্লেতেই রংপুরের দুই ওপেনারসহ আফিফ হোসেনকে ফেরান।

এতে রংপুর কিছুটা চাপে পড়লেও অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানি হার্ড হিটার খুশদিল শাহর সময়োপযোগী ব্যাটিংয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণেই ছিল। একসময় ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলেছিল বিপিএলের দলটি। ৬ উইকেট হাতে নিয়ে শেষ ১৯ বলে দরকার ছিল মাত্র ১৩ রান। তখন মনে হচ্ছিল, রংপুরের জয় পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

কিন্তু এরপর ৩ বলের ব্যবধানে খুশদিল শাহ ও ওয়েন ম্যাডসেন রানআউট হলে বদলে যায় দৃশ্যপট। ১৯তম ওভারে হ্যাম্পশায়ার অধিনায়ক উড মাত্র ৩ রান দিয়ে নেন মেহেদীর উইকেট। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ৭ রান। কিন্তু জেমস ফুলারের দুর্দান্ত বোলিংয়ে হারমিত, সাইফউদ্দিন ও রিশাদ মিলে ৬ রান নিতে পারলে খেলা গড়ায় সুপার ওভারে।

সেই সুপার ওভারেও নায়ক ফুলার। রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ছুঁতে নেমে চ্যাপেলের প্রথম বলেই ছক্কা মারেন ফুলার। দ্বিতীয় বলে তিনি আউট হয়ে গেলেও পঞ্চম বলে ডসনের ছক্কায় ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার হকস। মূল ম্যাচে ফিফটির সুবাদে ম্যাচসেরা হয়েছেন শান মাসুদ।

রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রোববার অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের অন্য দুই দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ফ্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন