ঢাকা      শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ডারবানে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

IMG
29 November 2024, 9:17 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৫৪ রানে ৪ উইকেট হারানো দলটি প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ওই রানও হয়েছে টেম্বা বাভুমার কৃতিত্বে।

ডারবানের কিংসমিডে প্রোটিয়াদের এমন দুর্দাশা দেখেই আন্দাজ করা গিয়েছিল কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনে। হলোও তাই। প্রথম ইনিংসে লঙ্কানরা অলআউট হয়ে গেল নিজেদের সর্বনিম্ন মাত্র ৪২ রানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়েছে। লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে তারা।

টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১১৭ বল খেলে ৭০ রান করেন ইনজুরি কাটিয়ে নেতৃত্বে ফেরা টেম্বা বাভুমা। লোয়ারে কেশব মহারাজের ব্যাট থেকে আসা ২৪ রান দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ত্রিস্তান স্টাবস ১৬ ও কাগিসু রাবাদা ১৫ রানের ইনিংস খেলেন।

জবাবে নামা শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস ১৩ রান করেন। লাহিরু কুমারা ১০ রান যোগ করেন। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁ-হাতি পেসার মার্কো ইয়ানসেন ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। এর আগে শ্রীলঙ্কার হয়ে আসিফা ফার্নান্দো ও লাহিরু কুমারা ৩টি করে উইকেট নেন।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন