ঢাকা      সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
শিরোনাম

আজ বায়ুদূষণে তৃতীয় ঢাকা

IMG
11 March 2025, 2:50 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তারই ধারাবাহিকতায় বিশ্বের ১২৬ নগরীর মধ্যে দূষিত শহরের তালিকায় আজও তৃতীয় অবস্থানে করছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৮৩। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এদিন বায়ুর মান ২৪৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (বায়ুর স্কোর২৫২)। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (বায়ুর স্কোর ২২৫) যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৯০), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা (১৮১) ও উগান্ডার কাম্পালা (১৮১)।


সূচক অনুযায়ী ঢাকার মতো নেপালের কাঠমান্ডু, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা ও উগান্ডার কাম্পালার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন