ঢাকা      সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
শিরোনাম

বর্জ‌্য ব‌্যবস্থাপনায় ইউএনডিপি-জাপা‌নের চু‌ক্তি সই

IMG
11 March 2025, 3:41 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজা‌রে টেকসই বর্জ‌্য ব‌্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকায় জাপান দূতাবাসের স‌ঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এজন্য ইউএনডিপিকে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান। মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় জাপান দূতাবাস।

এর আগে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসে সোমবার (মার্চ ১০) এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।

জাপান দূতাবাস জানায়, ইউএনডিপি এবং জাপান অংশীদারিত্বের মাধ্যমে কক্সবাজারে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। ‘সাস্টেনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ নামে এই প্রকল্পটি কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অবস্থার উন্নতি সাধন করে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন