গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মামীকে ধর্ষণ করার অভিযোগে ভাগিনা ফাহিম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী সাদুল্লাপুর থানায় এই মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ফাহিম মিয়া উপজেলার জয়েনপুর গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই নারীর স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য জীবনে মনোমানিল্য চলে আসছিলো। এ সুযোগে তার স্বামীর জ্যাঠাতো বোনের ছেলে ফাহিম গত শনিবার বিকেলে তার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি তিনি তার স্বামী ও অভিযুক্ত ধর্ষক ফাহিমের মাকে অবগত করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করেন।
পরে বিষয়টি গ্রামবাসী অবগত হলে স্থানীয়ভাবে মিমাংশার জন্য গত বুধবার বিকালে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের এক পর্যায়ে ফাহিমের মা ওই নারীকে বেদম মারপিট করে। এতে তিনি অসুস্থ হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় ফাহিমসহ ৩ জনকে আসামী করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com