ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের পূবাইলে লরির চাপায় ইজিবাইক চালকসহ একজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।
রোববার সকালে নিমতলী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পূবাইল থানার এসআই রফিক বলেন, নিমতলী ব্রিজের পূর্ব পাশে ইজিবাইকটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি লরি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী প্রাণ হারান। আহত হন আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে।
ঘাতক লরিটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com