ঢাকা      শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকারের ইন্তেকাল

IMG
09 June 2025, 12:12 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ঢাকায় বিএএফ শাহীন মসজিদে বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিএএফ শাহীন কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন হবে।

ফরিদা খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ফরিদা খন্দকারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন